চিকিৎসা পদ্ধতি কি PRP মানে Platelet rich plasma. রােগীর নিজের রক্ত থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রােগ নিরাময় ও প্রতিরােধের জন্য প্রয়ােজনীয় উপাদান আলাদা করা হয়। পরবর্তীতে এটি রােগীর রােগাক্রান্ত স্থানে প্রয়ােগ করা হয়। রােগীর নিজের রক্ত হতে তৈরি বলে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন সঞ্জীবনী চিকিৎসা (Regenerative medicine).
প্রতি পিআ পি মাত্র ৭৫০০ টাকা ।
অনেক ভুমিকা আছে ।
অনেক ভুমিকা আছে ।
আমাদেরকে সোস্যাল মিডিয়াই প্রশ্ন করুন ।