ফ্লুরোস্কোপিক গাইডেড স্পাইন ইন্টারভেনশন (Fluoroscopic guided spine intervention)

কম্পিউটারাইজড এক্সরে মেশিনের সাহায্যে মেরুদন্ডের সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন

Fluoroscopy বা C-arm হচ্ছে এক ধরনের  low radiation x-ray machine.

রোগীর মেরুদন্ডের সুনির্দিষ্ট জায়গায় যেখানে সমস্যা সেখানে এক ধরনের dye বা রং দিয়ে C-arm মেশিনের মাধ্যমে তা দেখে এর অবস্থান সুনিশ্চিত করা হয়। এরপর সরাসরি দেখে নির্ভুলভাবে উক্ত আক্রান্ত স্থানে যেমন, স্পাইনাল নার্ভ রুট, ফেসেট জয়েন্ট, ইপিডুরাল স্পেস প্রভৃতি জায়গায় ঔষধ প্রয়োগ করা হয় ইনজেকশন এর মাধ্যমে। মেরুদন্ডের ডিস্ক প্রোলাপ্স সহ অন্যান্য সমস্যায় সার্জারির বিকল্প হিসেবে এই প্রক্রিয়া অত্যন্ত কার্যকর।

  • কোমড় ব্যাথায় Laser Disc Surgery একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে C-arm মেশিন ব্যবহার করে Laser এর সাহায্যে না কেটে শুধুমাত্র সুঁই দিয়ে মেরুদন্ডের ডিস্ক জনিত সমস্যার চিকিৎসা করা হয়। অত্যাধুনিক এই পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় PLDD বা Prolapsed Laser Disc Decompression বলা হয়। এই সার্জারিতে রোগীকে অজ্ঞান না করে এবং কোন প্রকার কাটাছেঁড়া না করেই করা হয় বলে রোগীকে বেশি সময় হাসপাতালে ভর্তি থাকা লাগে না।

পিআরপি সম্পর্কিত ভিডিওসমূহ! ​

1 Videos
0 + পেশেন্ট

পিআরাপি সেবা নিয়েছেন

পেশেন্ট রিভিও
Test 1
Test 1
@teest1
khub valo treatment
test2
test2@username
excellent
Test 3
Test 3
@test 3
Yes recommended