Fluoroscopy বা C-arm হচ্ছে এক ধরনের low radiation x-ray machine.
রোগীর মেরুদন্ডের সুনির্দিষ্ট জায়গায় যেখানে সমস্যা সেখানে এক ধরনের dye বা রং দিয়ে C-arm মেশিনের মাধ্যমে তা দেখে এর অবস্থান সুনিশ্চিত করা হয়। এরপর সরাসরি দেখে নির্ভুলভাবে উক্ত আক্রান্ত স্থানে যেমন, স্পাইনাল নার্ভ রুট, ফেসেট জয়েন্ট, ইপিডুরাল স্পেস প্রভৃতি জায়গায় ঔষধ প্রয়োগ করা হয় ইনজেকশন এর মাধ্যমে। মেরুদন্ডের ডিস্ক প্রোলাপ্স সহ অন্যান্য সমস্যায় সার্জারির বিকল্প হিসেবে এই প্রক্রিয়া অত্যন্ত কার্যকর।