ফাইব্রোমায়ালজিয়া

কিভাবে বুঝবেন আপনার ফাইব্রোমায়ালজিয়া হয়েছে? 

যদি আপনার শরীরের নিম্নোক্ত স্থানে বিশেষ করে পিঠ ও কোমড়ে ৩ মাসেরও বেশি সময় ধরে ব্যাথা অনুভত হয় ও চাপ দিলে ব্যাথা করে (tender point) এবং এর কারন হিসাবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেও কোন বিশেষ রোগ বা অঙ্গের সমস্যা খোজে না পান, তাহলে আপনার ফাইব্রোমায়ালজিয়া হয়ে থাকতে পারে। 

এই রুগের আক্রান্ত রুগীদের আরো প্রধান ৩ টি লক্ষন থাকে

১) অতিরিক্ত ক্লান্তি বা কাজ করতে ভাল না লাগা (easy fatigability),  

২) সকালে ঘুম থেকে উঠার পর ভাল না লাগা, দুর্বল লাগা, হাত পা পিঠ জমে আছে মনে হওয়া (waking unrefreshed), 

৩) কোন কিছু মনে না থাকা, চিন্তা ও আচরনগত সমস্যা ( cognitive problems) 

এছাড়া এসব রুগীর নিম্নোক্ত লক্ষনগুলিও থাকতে পারে: 

1. পেট ব্যাথা

2. পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য 

3. মাথা ব্যাথা, চোয়াল ব্যাথা

4. বমি বমি ভাব

5. ঘুম কম হওয়া

6. মন খারাপ থাকা

7. শুষ্ক ঠুট মুখ 

8. ক্ষুধামন্দা 

9. ঘন ঘন প্রশ্রাব

10. অন্য যেকোন শারিরীক ও মানসিক সমস্যা এর সাথে থাকতে পারে। 

এই রোগ সনাক্ত করতে কোন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। তবে আপনার চিকিৎসক ফাইব্রোমায়ালজিয়া এর লক্ষন এর সাথে মিল রয়েছে এমন অন্য কোন রোগ হয়েছে কিনা তা নিশ্চিত হতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকতে পারে, যেমন, রক্তের কিছু পরীক্ষা, বাত ও ইমিউনোলজিক্যাল কিছু পরীক্ষা, এক্সরে ও এম আর আই ইত্যাদি। ফাইব্রোমায়ালজিয়া রোগীদের এসকল পরীক্ষা সাধারণত নরমাল থাকে। 

Share the Post:

Related Posts

আপনার মেরুদণ্ড কি বাঁকা?

কী? প্রশ্নটি দেখে ভড়কে গেলেন? ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের অনেকেরই মেরুদণ্ড বিভিন্ন কারণে বাঁকা হয়ে যায় এবং

Read More