ঘাড় ও বাহুর সংযোগস্থলে কাঁধের সন্ধি বা শোল্ডার জয়েন্টের ব্যথা পরিচিত সমস্যা। নানা কারণে এই জায়গায় ব্যথা হতে পারে। যেমন,
- আঘাত
- লিগামেন্ট ইনজুরি বা ছিঁড়ে যাওয়া,
- সংক্রমণ,
- টিউমার,
- হাড়ক্ষয় ইত্যাদি।
এ ছাড়া অন্য রোগের কারণে সৃষ্ট ব্যথাও মাঝে মধ্যে কাঁধে অনুভূত হয়ে থাকে।
এর মধ্যে হৃদরোগের কারণে ব্যথা, ঘাড়ের ব্যথা অন্যতম। তবে শোল্ডার জয়েন্টের ব্যথার প্রধানতম কারণ হলো ফ্রোজেন শোল্ডার। এতে কাঁধে ব্যথার সঙ্গে কাঁধের সন্ধি জ্যাম হয়ে গেছে বলে অনুভূত হয় বা কাঁধ নাড়াতে কষ্ট হয়।
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা দীর্ঘমেয়াদি। ব্যায়াম ও চিকিৎসা অনেক দিন ধরে করতে হয়।
তা ছাড়া একটু বাড়তি সতর্ক থাকতে হবে রোগীকে। বিভিন্ন কারণেই ফ্রোজেন শোল্ডার হতে পারে।
কারণ সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সী মানুষের ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি বেশি।
ডায়াবেটিস রোগীদের এ সমস্যা হওয়ার ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। এ ছাড়া স্থুলতা, অতিরিক্ত চর্বি বা হাইপারলিপিডেমিয়া হৃদরোগ । স্ট্রোকের রোগীদের এটি বেশি হতে দেখা যায়। দীর্ঘদিন কোনো কারণে কাঁধ নড়াচড়া বন্ধ থাকলে বা আঘাতের কারণেও এমন হতে পারে।
এ রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি ও ব্যায়াম খুবই কার্যকর চিকিৎসা পদ্ধতি ।