এটি একটি স্লিপড ডিস্ক সার্জারি, যার সাহায্যে স্নায়ুমূল বা নার্ভ রুট ও মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডকে সংকুচিত করে রাখা হার্নিয়েটেড ডিস্ক অপসারণ করা হয়। এটি প্রায়শই ল্যামিনেক্টমির সঙ্গে একত্রে করা হয়ে থাকে। নিউক্লিওপ্লাস্টি- এটি এছাড়া প্লাজমা ডিস্ক ডিকম্প্রেশন নামেও পরিচিত