Ozone Therapy (ওজোন থেরাপি )

ওজোন থেরাপি কি ?

বিভিন্ন রকম স্লিপড্ ডিস্কের রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসার প্রয়োগ করা হয়। এটি এমন একটি ইন্টারভেনশন যাতে বিশেষ পদ্ধতিতে রোগাক্রান্ত ডিস্কের মধ্যে ওজোন গ্যাস ইঞ্জেক্সন দেওয়া হয়। ওজোন গ্যাসের অ্যাকটিভ অক্সিজেন অ্যাটম ডিস্কের জেলির (বা নিউক্লিয়াস পাল্পোসাস ) মধ্যের প্রোটিও-গ্র্রালইক্যান ব্রিজটিকে ভেঙে দেয়। ফলে জেলিটির জল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং ডিস্কটি আয়তনে ছোট হয়ে যায় যা অপারেশান করে ডিস্কটিকে ছোট করে দেওয়ার সমতুল।এটি অপারেশন ছাড়া ডিস্ক ছোট করার আর যা যা পদ্ধতি রয়েছে, সবচেয়ে নিরাপদ হল ।

ওজোন হল তিনটি অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি একটি গ্যাস। এটি খুব ক্ষণস্থায়ী। ২০ মিনিটের মধ্যে অর্ধেক ওজোন গাস অক্সিজেনে পরিবর্তিত হয়ে যায়। ওজোন থেকে অক্সিজেনে পরিবর্তিত হওয়ার সময় এক্তি অ্যাক্টিভ অক্সিজেন অ্যাটম নির্গত হয় যা ডিস্কের ভিতরের প্রোটিওগ্লাইক্যান ব্রিজগুলিকে ভেঙে দেয়। ফলে ডিস্কের জল ধরে রাখার ক্ষমতা এবং ডিস্কের আয়তন কমে যায়। 

ওজোন ডিস্কেকটমি করার জন্য সাধারণত রোগীকে অজ্ঞান করার প্রয়োজন পড়ে না।

পিআরপি সম্পর্কিত ভিডিওসমূহ! ​

1 Videos
0 + পেশেন্ট

পিআরাপি সেবা নিয়েছেন

পেশেন্ট রিভিও
Test 1
Test 1
@teest1
khub valo treatment
test2
test2@username
excellent
Test 3
Test 3
@test 3
Yes recommended