অর্থোপেডিক এবং হাঁড় ও মাংসপেশীর সমস্যার সমাধান

যে সকল ব্যক্তি হাঁড় প্রতিস্থাপন, হাঁড় ও মাংসপেশীর আঘাত, অবিরাম হাঁড়ের অস্বস্তি, অথবা এসব কারণে সৃষ্ট কোনো জটিল রোগে ভুগছেন তাদের কাজকর্ম, গতিশীলতা সীমিত হয়ে গিয়েছে এবং ব্যথা ও অন্যান্য সমস্যায় ভুগছেন। ব্যাক ইন মোশন ক্লিনিকাল সহযোগিতা করে তাদের দক্ষতা ফিরিয়ে আনা এবং সুনির্দিষ্ট স্বাস্থ্য কৌশল প্রণয়ন করে প্রতিদিনের কাজ করার উপযুক্ত হিসেবে ফিরে যাওয়ার ব্যবস্থা করে।

আমাদের পদ্ধতি:
গবেষণা দেখাচ্ছে যে, যখন একজন রোগী আগ্রহী হয়ে সুস্থতার প্রত্যাশায় চিকিৎসা নিতে যান তখন তার নিরাময়ে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। গবেষণায় আরো জানা যায় যে, প্রাথমিক পর্যায়ে যদি কেউ আঘাত বা ব্যথা জনিত রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের উদ্যোগ নেন তবে তার ইতিবাচক পরিবর্তন সম্ভব। ব্যাক ইন মোশন সমস্যার শুরুতেই রোগীর জন্য স্বতন্ত্র বিস্তৃত ও কার্যকর অর্থপেডিক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হাতে নেয়। আমাদের নিরাময়ের লক্ষ্য নির্ধারণী এই উদ্যোগে রোগীরা যে সুবিধাগুলো পেয়ে থাকেন:

১। শারীরিক কর্মক্ষমতাকে পুনরুদ্ধার করা এবং প্রতিদিনের কাজের দক্ষতা অর্জনে সহায়তা করা।১
২। শক্তি এবং ধৈর্য় বৃদ্ধি করে।
৩। শারীরিক ভারসাম্যের উন্নতি, গতিশীলতা অর্জন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
৪। স্বনির্ভরতা সৃষ্টি করা।

Share the Post:

Related Posts

আপনার মেরুদণ্ড কি বাঁকা?

কী? প্রশ্নটি দেখে ভড়কে গেলেন? ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের অনেকেরই মেরুদণ্ড বিভিন্ন কারণে বাঁকা হয়ে যায় এবং

Read More